'সব ধর্মেই সন্ত্রাসবাদীর প্রাচুর্য', গডসে মন্তব্যের পর আরও ঝাঁঝালো কমল

এই সময় ডিজিটাল ডেস্ক: তাঁকে লক্ষ করে জুতো, পাথর ছোড়া হলেও নিজের মন্তব্য থেকে একচুলও সরছেন না বলে জানিয়েছে দিলেন অভিনেতা-রাজনীতিক কমল হাসান। বরং ঝাঁঝ আরও বাড়িয়ে তিনি বলেছেন, 'সব ধর্মেই সন্ত্রাসবাদীর প্রাচুর্য রয়েছে।'স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসে হিন্দু ছিলেন। এই মন্তব্য দেশজুড়ে তুমুল বিতর্ক উসকে দিয়েছিলেন কমল হাসান। চলতি সপ্তাহের শুরুর দিকে এই মন্তব্যের জন্য মাদুরাইয়ে তাঁর প্রচারে চটি ছোড়া হয়। তামিলনাড়ুর মন্ত্রী কেটি রাজেন্থ্র ভালাজি বলেন, এই মন্তব্যের জন্য কমলের জিভ কেটে নেওয়া উচিত। এতকিছু সত্ত্বেও এতটুকুও না দমে মাক্কাল নিধি মঈয়ামের প্রতিষ্ঠাতা বলেন, 'চটি বা পাথর ছোড়াতেও আমি এতটুকু ভীত নই। সব ধর্মেই সন্ত্রাসবাদী রয়েছে। কেউ এটা দাবি করতে পারে না যে সে পবিত্র।' সম্প্রীতি রক্ষার উদ্দেশেই তিনি ওই মন্তব্য করেছিলেন বলে দাবি করেন কমল। বলেন, তিনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব সম্প্রদায়ের কাছে পৌঁছতে চান।

from Eisamay http://bit.ly/2YuvBfK

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.