শ্রীলঙ্কায় উঠল কারফিউ, গ্রেফতার ৭৮

এই সময় ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কার পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে বলে বুধবার দাবি করল সেনা। যে কারণে অধিকাংশ জায়গা ছাড়া কারফিউ তুলে নেওয়া হয়েছে বলে এদিন শ্রীলঙ্কা সেনা সূত্রে জানানো হয়েছে। ইস্টার সানডে'র ধারাবাহিক হামলার জের ধরে শ্রীলঙ্কাজুড়ে মুসলিম-বিরোধী সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে একজন মারাও যায়। আগুন ধরানো হয় দোকানপাটে। রোষের হাত থেকে রেহাই পায়নি মসজিদও। পরিস্থিতি বেগতিক বুঝে, সোমবার রাত থেকে কারফিউ জারি করে কমিশন। গ্রেফতার হয় ৭৮ জন। সরকারি সূত্রে খবর, উত্তর-পশ্চিম প্রদেশ ও গামপাহ জেলায় গত দু-দিনে নতুন করে আশান্তি না হলেও, বৃহস্পতিবার ভোর ৪টে পর্যন্ত কারফিউ বলবত্‍‌ থাকবে। অন্যত্র কারফিউ তুলে নিয়েছে সেনা। পুলিশের মুখপাত্র এসপি রুওয়ান গুণসেকারা জানিয়েছেন, সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৭৮ জন গ্রেফতার হয়েছে।

from Eisamay http://bit.ly/2Q7xKv4

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.