এই সময় ডিজিটাল ডেস্ক: 'মমতা দিদি বলেছিলেন, ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেবেন। অমিত শাহের রোড শোয়ে হামলা চালিয়ে বদলা নিলেন দিলি।' বসিরহাট কেন্দ্রের টাকিতে নির্বাচনী সভায় যোগ দিয়ে এভাবেই প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবারই BJP সভাপতি অমিত শাহের রোড শো ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটেছে। ইটবৃষ্টি, কলেজে ভাঙচুর, বাইকে আগুন ধরানোর পাশাপাশি ভাঙা হয় বিদ্যাসাগরের মূর্তিও। উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী কী বলেন, সেদিকে নজর ছিল রাজনৈতিক পর্যবেক্ষকদের।সকাল থেকেই মূর্তি ভাঙার দায় কার তা নিয়ে চাপানউতোর চলছে তৃণমূল ও BJP শিবিরে। বসিরহাটের BJP প্রার্থী সায়ন্তন বসুর প্রচারে সভায় এসে প্রধানমন্ত্রী বলেন, 'এখানে BJP প্রার্থী, কর্মীদের উপর হামলা হচ্ছে। মমতা দিদি, আপনি বাংলাকে জরুরি অবস্থার দিকে নিয়ে যাচ্ছেন। তবে মনে রাখবেন, যে জনতা আপনাকে মাথায় তুলতে পারেন, তাঁরাই আপনাকে মাটিতে নামিয়ে আনতে পারেন। ষষ্ঠ দফা পর্যন্ত BJP একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। পুরো ভোট শেষে একা BJP ৩০০-র বেশ আসন পাবে। যাতে বড় ভূমিকা থাকবে বাংলার।' Prime Minister Narendra Modi in Basirhat, West Bengal: Mamata didi had declared publicly two days ago that she will… https://t.co/MTLA6hzhZy— ANI (@ANI) 1557918469000 Prime Minister Narendra Modi in Basirhat, West Bengal: All the surveys are giving BJP a full majority on its own, b… https://t.co/LYncMiyQ9V— ANI (@ANI) 1557919099000 আরও পড়ুন: 'বাংলাকে অশান্ত করার ষড়যন্ত্র রুখে দেবেন আপনারাই', ডাক মমতারপ্রধানমন্ত্রী অভিযোগ, 'কলকাতায় তাণ্ডবের ছবি দেশ দেখেছে। ক্ষমতা হারানোর ভয়ে কাঁপছেন মমতা। ওঁর পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তবে আপনার গালি ও হুমকির প্রভাব আমার উপর পড়ে না। আপনি হয়ত জানেন না, মোদীকে রক্ষা করতে ১৩০ কোটি দেশবাসী রয়েছে।' ২৩ মে-র পর তাঁর 'শপথ অনুষ্ঠানে' আসতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'আমন্ত্রণ' জানান প্রধানমন্ত্রী মোদী। মোদীর কথায়, 'দিদি ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারাচ্ছেন।'জনসভা থেকে কংগ্রেসকেও আক্রমণ করেন প্রধানমন্ত্রী মোদী। বলেন, 'কংগ্রেস তো শেষই হয়ে গিয়েছে। ওদের আর কিছু বাকি নেই।'
from Eisamay http://bit.ly/2w2DtsY



