হাওড়া স্টেশন সংলগ্ন হোটেলে নজরদারি

এই সময় ডিজিটাল ডেস্ক: শেষ দফার নির্বাচনের আগে হাওড়া স্টেশন সংলগ্ন হোটেলগুলিতে কড়া নজরদারি শুরু করল হাওড়া সিটি পুলিশ। বাইরে থেকে কারা ওই হোটেলগুলিতে এসে রয়েছে সে ব্যাপারে বিস্তারিত খোঁজ নিতে বুধবার হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা হোটেলের রেজিস্টার খতিয়ে দেখেন। তল্লাশি করা হয় বাইরে থেকে আসা বেশ কয়েকজন অতিথির ঘরও বলে জানা গিয়েছে।স্টেশন সংলগ্ন বিভিন্ন হোটেলের অতিথিদের বিশেষ করে ঝাড়খন্ড, বিহার ও মহারাষ্ট্র থেকে আসা অতিথিদের বিষয়ে খোঁজখবর করেন হাওড়া পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা। ওই সব রাজ্য থেকে আসা লোকজনদের বিষয়ে বিস্তারিত তথ্যও হোটেল থেকে সংগ্রহ করছে পুলিশ। প্রত্যেকের বৈধ পরিচয়পত্র পরীক্ষা করার পাশাপাশি কী উদ্দেশে তারা হোটেলে এসে উঠেছে তাও খতিয়ে দেখা হচ্ছে। কিছুদিন আগে বারাসতের হোটেল থেকে সন্দেহভাজন কয়েকজন যুবককে আটক করেছিল বারাসত থানার পুলিশ। ওই যুবকরা ঝাড়খণ্ড, বিহার থেকে এসেছিল বলে পুলিশ জানিয়েছে।মঙ্গলবার কলকাতার বিধান সরণীতে বিজেপি সভাপতি অমিত শাহের রোড শো-এ তাণ্ডবের ঘটনায় ঝাড়খন্ড, বিহারের মতো ভিন রাজ্যের অনেককে দেখা গিয়েছিল বলে অভিযোগ। এরপরই হাওড়া পুলিশ কমিশনারেটের গোয়েন্দারাও নড়েচড়ে বসেন। ভিন রাজ্যের ট্রেন পথে হাওড়া স্টেশনে নেমে লাগোয়া হোটেলে উঠে তারপর তাদের কেউ মঙ্গলবারের ওই রোড-শোয়ে গিয়ে তাণ্ডব চালানোর সঙ্গে যুক্ত কিনা তা-ও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। সেদিকে তাকিয়েই গোয়েন্দাদের এ দিনের তৎপরতা বলেই মনে করা হচ্ছে। এ দিন হাওড়া পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের একাধিক দল স্টেশনের আশপাশের বিভিন্ন হোটেলে গিয়ে ভিন রাজ্য থেকে আসা প্রত্যেকের বিষয়ে তথ্য সংগ্রহ করেন। কেন তারা এসেছে সে বিষয়ে খুঁটিয়ে তদন্ত করেছেন। হোটেলের রেজিস্টার, সিসিটিভির ফুটেজ এবং কয়েকজনের লাগেজও পরীক্ষা করেন সিটি পুলিশের গোয়েন্দারা। মঙ্গলবার রাতে ওই হোটেলগুলি থেকে চেক আউট করে চলে গেছেন এ রকম ভিন রাজ্যের কিছু বাসিন্দার বিষয়েও খোঁজখবর নেন গোয়েন্দারা। স্টেশন লাগোয়া একটি হোটেলের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানিয়েছেন, ঝাড়খন্ড, বিহার ও মহারাষ্ট্র থেকে লোকজন এসে হোটেলের যে ঘরগুলিতে রয়েছে সেই ঘরগুলিতেই গোয়েন্দাদের নজর ছিল সবচেয়ে বেশি। হাওড়া পুলিশ কমিশনারেটের এক কর্তা বলেন, ‘রবিবার কলকাতার নির্বাচন পর্যন্ত এই ধরনের তল্লাশি অভিযান চলবে। ভিন রাজ্য থেকে এসে ওই হোটেলগুলিতে উঠে ভোটের দিন যাতে কেউ কলকাতায় কোনও রকম গোলমাল করতে না পারে সেই উদ্দেশেই আমরা এই হোটেলগুলিতে কড়া নজর রাখছি।’ পাশাপাশি, হাওড়ার সমস্ত হোটেল কর্তৃপক্ষকেই বলা হয়েছে, কাউকে সন্দেহভাজন মনে হলে তা দ্রুত পুলিশকে জানাতে। হাওড়া স্টেশন সংলগ্ন এক হোটেলের ম্যানেজার হিমাংশু শেখর চৌধুরী জানিয়েছেন, পুলিশের নির্দেশ মত প্রতিটি অতিথির উপর তাঁরাও কড়া নজর রাখছেন এবং তাদের পরিচয়পত্র ইত্যাদি খুঁটিয়ে দেখা হচ্ছে।

from Eisamay http://bit.ly/2w0iEhB

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.