তিন মিনিটের ঝড়ে লন্ডভন্ড গ্রাম

এই সময় ডিজিটাল ডেস্ক: ঝড়ের স্থায়ীত্ব মোটে তিন মিনিট। তাতেই লন্ডভন্ড হয়ে গেল বসিরহাটের পিফা গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম। কয়েক মিনিটের ঝড়ে আটকড়িয়া, খিদিরপুর, রামনগর, লক্ষ্মণকাটি,কঠুরগ্রামে উপড়ে পড়ল গাছ, বিদ্যুতের খুঁটি, উড়ল বাড়ির চাল, ভাঙল ঘর। বুধবার সকালেও গ্রামবাসীদের চোখেমুখে ছিল আতঙ্ক। সেই সঙ্গে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ। গ্রামের মানুষের অভিযোগ, বুধবার সকাল থেকে প্রশাসনের সর্বস্তরে জানিয়েও দেখা মেলেনি কোনও আধিকারিকের।মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হয় ঝিরঝিরে বৃষ্টি। তখন হাওয়ার বেগও তেমন ছিল না। সন্ধে সাড়ে সাতটা নাগাদ প্রবল বেগে ধেয়ে আসে ঝড়। ঝড়ের দাপট এতটাই ছিল যে, আটকড়িয়া গ্রামে ঢোকার ঠিক মুখের শিরিশ গাছটি ভেঙে পড়ে। উপড়ে যায় বিদ্যুতের খুঁটি। লোডশেডিংয়ে অন্ধকারে ডুবে যায় একের পর এক গ্রাম।বুধবার সকালে গ্রামগুলিতে ছড়িয়ে ছিটিয়ে ছিলের তাণ্ডবের চিহ্ন। উপড়ে পড়া গাছ দেখিয়ে গ্রামের বাসিন্দা সফিকুল মোল্লা বলেন, ‘হঠাৎই গোঁ গোঁ শব্দ। তারপর কী যে হল বলে বোঝাতে পারব না। মাত্র কয়েক মিনিটের ঝড়ে টালির চাল ভেঙে যায়। আমার পাশের বাড়ির অ্যাসবেস্টর ফেটে যায়। ভেঙে পড়ে বড় বড় গাছ।’ এলাকার বাসিন্দা নূর ইসলাম মণ্ডল বলেন, ‘ঝড়ে কয়েকশো গাছ ভেঙে পড়েছে। সকাল থেকে প্রশাসনকে জানিয়েও কেউ আসেনি। সবাই ভোট নিয়ে ব্যস্ত।’ গ্রামে গিয়ে দেখা গেল বিঘার পর বিঘা কলাবাগান মাটির সঙ্গে মিশে গিয়েছে। আম, কাঁঠাল, শিরিশ, সুপারির মতো বহু গাছ ভেঙে পড়ে রয়েছে।

from Eisamay http://bit.ly/2Q5YyvC

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.