এই সময় ডিজিটাল ডেস্ক: সমাজের তোয়াক্কা না করেই ভদোদরা এবং বোদেলির দুই যুবক ভালোবেসেছিলেন দুই রূপান্তরকামীকে। চেয়েছিলেন আর পাঁচ জনের মতো বিয়ের করে সংসার শুরু করবেন। প্রথমে তাঁদের কারও পরিবারই এই বিয়েতে রাজি হননি। কিন্তু হাল ছাড়তে নারাজ কেউর চৌহান এবং সঞ্জয় রাথওয়া। পরিবারের সবাইকে রাজি করিয়ে অবশেষে বিয়ে করলেন রীনা এবং পায়েলকে। ছত্তিসগড়ের রায়পুরে গত ৩১ মার্চ বিয়ে সেরেছেন এই দুই যুবক। তবে এতদিন এই খবর বিশেষ কাউকে জানাননি তাঁরা। ২০ বছরের কেউর চৌহান পেশায় রিক্সাচালক। জানালেন সাভলিতে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েই প্রথম আলাপ পায়েলের সঙ্গে। ‘প্রথমে পরিবারের কেউ আমাদের বিয়ে মেনে নিতে চাননি। পরে অবশ্য তাঁরা আমাদের ভালোবাসার কথা বুঝেছেন। এখন আর কোনও সমস্যা নেই।’ অন্যদিকে সঞ্জয় রাথওয়ার গল্প যেন বলিউডের কোনও ছবির চিত্রনাট্য। ৩০ বছরের রাথওয়ার বোদেলিতে একটি চায়ের দোকান আছে। রীনা জানিয়েছেন একদিন বোদেলির এক সার্কাস দেখতে এসে তাঁর প্রেমে পড়েন সঞ্জয়। প্রতিদিন তাঁর পারফর্মেন্স দেখতে যেতেন। এর পর এক বন্ধু তাঁদের আলাপ করান... সেখান থেকেই শুরু প্রেম কাহিনি। পরিজন এবং সমাজের ভয় শুরুতে থাকলেও, কিছুদিনের মধ্যেই ছেলের ভালোবাসা মেনে নেন সঞ্জয়ের মা-বাবা। খবরটি ইংরেজিতে পড়ুন
from Eisamay http://bit.ly/2HwphxB



