এই সময় ডিজিটাল ডেস্ক: সপ্তম তথা শেষদফার নির্বাচনের আগে লোকসভার এগজিট পোল নিয়ে যাবতীয় ট্যুইট মুছে ফেলতে নির্দেশ দিল নির্বাচন কমিশন। বুধবার এই মর্মে ট্যুইটার ইন্ডিয়াকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৯ মে, রবিবার শেষ দফার নির্বাচন। তার আগেই ট্যুইটারে এগজিট পোলের রিপোর্ট কোনও ভাবে ফাঁস হয়ে, তা মাইক্রো-ব্লগ সাইট ট্যুইটারে শেয়ার হয়। ঘটনা নির্বাচন কমিশনের গোচরে এলে, যাবতীয় ট্যুইট মুছে ফেলতে নির্দেশ জারি করা হয়। এবার ১১ এপ্রিল থেকে শুরু হয়েছে লোকসভা নির্বাচন। ফলপ্রকাশ ২৩ মে।
from Eisamay http://bit.ly/2w3Ks4F



