LoC-র কাছে মাইন বিস্ফোরণ, জখম জওয়ান

এই সময় ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের পুঞ্চে, নিয়ন্ত্রণরেখার কাছে বুধবার বিস্ফোরণে এক সেনা জওয়ান জখম হয়েছেন। সেনা সূত্রে খবর, মাইন বিস্ফোরণে জখম হয়েছেন ওই জওয়ান। জানা গিয়েছে, পুঞ্চের মেন্ধর সেক্টরে রুটিন পেট্রোলিংয়ের সময়, এক সেনা জওয়ান দুর্ঘটনাবশত ল্যান্ডমাইনে পা দিলে, বিস্ফোরণ ঘটে। জখম জওয়ান সেপাই শিবলিং আপ্পাকে উধমপুরের নর্দান কম্যান্ড হাসপাতালে ভরতি করা হয়েছে।

from Eisamay http://bit.ly/2Q5Gt0J

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.