জেলার স্বীকৃতি পেতে চলেছে সুন্দরবন ও বসিরহাট, ঘোষণা মমতার

এই সময় ডিজিটাল ডেস্ক: ও বসিরহাটের জন্য আলাদা পুলিশ জেলা চালু হয়েছে আগেই। এ বার প্রশাসনিক জেলার স্বীকৃতি মিলতে চলেছে সুন্দরবন ও বসিরহাটের। মঙ্গলবার সরকারি এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, শীর্ষ স্তরে এই সিদ্ধান্ত কার্যকর করার চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রী আশাবাদী, প্রশাসনিক জেলা হিসেবে কাজ শুরু করলে দুই ২৪ পরগনার বহু মানুষ উপকৃত হবেন। জনসংখ্যা ও এলাকার নিরিখে দুই ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া অঞ্চল নিয়ে প্রশাসনিক স্তরে ভাবনাচিন্তা অনেক দিনের। উত্তর ২৪ পরগনার মহকুমার এই অংশটি জেলা সদর বারাসত থেকে বেশ খানিকটা দূরে। বসিরহাটের সুন্দরবন অংশের মানুষকে বিভিন্ন প্রশাসনিক কাজের জন্য জেলা সদরে যাতায়াত করতে হয়। একই সমস্যা দক্ষিণ ২৪ পরগনার এই অংশের। সে কথা উল্লেখ করে এ দিন পাথরপ্রতিমায় এক সরকারি অনুষ্ঠানে তিনি বলেন, 'এই অঞ্চলের মানুষের জেলা সদরে যাতায়াত করতে খুবই কষ্ট হয়। অর্থ খরচ হয়। তাই এই দু'টি নতুন প্রশাসনিক জেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা নিয়ে প্রশাসনিক স্তরে কাজ চলছে।' এ দিন পাথরপ্রতিমায় মোট ৮১টি প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বিভিন্ন সরকারি প্রকল্পের আশ্বাসও দিয়েছেন।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali | Eisamay https://ift.tt/37J9vuF

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.