সুলেমানির শেষকৃত্যে পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে ৫০, আহত বহু

এই সময় ডিজিটাল ডেস্ক: জেনারেল কাসেম সুলেমানির শেষকৃত্যে হয়ে মৃত্যুর সংখ্যা ৫০ ছাড়িয়ে গেল। কয়েক লক্ষ মানুষ জড়ো হয়েছিলেন জেনারেল কাসেম সুলেমানির শেষকৃত্যে। সূত্রের খবর, ১০ হাজারেরও বেশি মানুষ এসেছিলেন সুলেমানিকে শেষশ্রদ্ধা জানাতে। বিপদ ঘটল সেখানেই। প্রচণ্ড ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৫০ জনের বেশি। আহত আরও অন্তত ৮৪ জন। ইরানের সরকারি টিভি জানিয়েছে, মঙ্গলবার সুলেইমানির হোমটাউন কারমেনে শেষকৃত্য সম্পন্ন হচ্ছিল মার্কিন ড্রোন হামলায় হত সেনাপ্রধানের। সেখানেই ভিড়ে পদপিষ্টের ঘটনা ঘটেছে। সুলেমানির মৃত্যুর পর ফুঁসছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আল খামেইনি দেশবাসীকে আমেরিকার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরান আক্রমণের জন্য প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। এ হেন পরিস্থিতিতে অনেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দেখছে। ট্রাম্পের মাথার দাম ৮০ মিলিয়ন মার্কিন ডলার ঘোষণা করেছে ইরান। শুরু হয়ে গিয়েছে অর্থ সংগ্রহও। গত শুক্রবার বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় মৃত্যু হয় সুলেমানির। সুলেমানির হত্যায় মধ্যপ্রাচ্যের রাজনীতি এখন উত্তাল। যে কোনও সময় যুদ্ধের সম্ভাবনা। ইরান-আমেরিকা ছায়াযুদ্ধের আশঙ্কাও দেখছেন অনেকে। সুলেমানির কফিন নিয়ে বিশাল পদযাত্রাও হয় ইরানে । শিয়া অধ্যুষিত কোম শহরের ঐতিহ্যবাহী জামকরন মসজিদের উপর ধর্মীয় নীল পতাকার বদলে উড়তে দেখা গিয়েছে যুদ্ধের নিশানবাহী লাল পতাকা। বিশেষজ্ঞদের একটা বড় অংশের দাবি, ইরানের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। তাঁদের মতে, এর অর্থ-- দেশের জনগণকে যুদ্ধের জন্য তৈরি থাকতে বলা।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali | Eisamay https://ift.tt/2T2uBA1

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.