‘প্রযুক্তির সুবিধা সকলের কাছে পৌঁছানোই লক্ষ্য এসিয়েনের’

বিনীত আগরওয়াল বিশ্বের পঞ্চম বৃহত্তম ইলেকট্রনিক পণ্যের বাজার ভারত। যদি টেলিভিশনের হিসেবে ধরেন তবে এ মুহূর্তে ভারত রয়েছে তিন নম্বরে। ফলে বোঝাই যাচ্ছে কেন বহুজাতিক সংস্থাগুলি তাদের পণ্যের সম্ভার সাজিয়ে এ দেশে ব্যবসা করছে। কয়েক দশক আগে পর্যন্ত আগে টেলিভিশন বা আজকের নিরিখে অন্যান্য প্রয়োজনীয় ইলেকট্রনিক পণ্যকে বিলাসবহুল পণ্য হিসাবে ধরা হত। বর্তমানে সে ধারণা অনেকাংশে পরিবর্তিত হয়েছে। তবে শহরাঞ্চলের সঙ্গে গ্রামাঞ্চলের বিক্রিতে বিস্তর ফারাক রয়েছে। দেশের মোট ৩৩ শতাংশ কনজিউমার ডিউরেবলস পণ্য বিক্রি হয় গ্রামাঞ্চলে। ফলে সেখানে এক বিরাট সম্ভাবনাময় বাজার এখনও উপেক্ষিত। এসিয়েনের উপস্থিতি সেখানে উল্লেখযোগ্যভাবে বেশি। নয়ডায় আমাদের নিজস্ব ওয়ার্কশপ রয়েছে, যেখান থেকে টিভি, হোম থিয়েটার, এয়ার কুলারের মতো পণ্য আমরা গ্রাহকদের জন্য তৈরি করছি। খুব শীঘ্রই এখান থেকে এয়ার কন্ডিশনার এবং ওয়াশিং মেশিনও তৈরি হবে। প্রধানমন্ত্রীর উদ্যোগে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের পর দেশে ইলেকট্রনিক পণ্য প্রস্তুতিতে যে জোয়ার এসেছে, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। ৩৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন আমাদের এই সংস্থার একটাই লক্ষ্য, উন্নত প্রযুক্তির পণ্য, ভালো মান কিন্তু খুব কম দামে গ্রাহকদের হাতে তুলে দেওয়া। আগামী দিনে যাতে আমাদের পণ্যের পরিষেবায় আরও উন্নতি সাধন করা যায় তার জন্য আরও সদর্থক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রযুক্তির সুবিধা যাতে দেশের প্রত্যেক মানুষের কাছে পৌঁছায় তার প্রতি আমরা সচেষ্ট। (লেখক এসিয়েন ইন্ডিয়ার কর্ণধার)

from Eisamay https://ift.tt/2CRI3i3

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.