অপারেশনের পরে রোগীর পেটে তুলো, অ্যাপোলো হাসপাতালকে জরিমানা

এই সময় ডিজিটাল ডেস্ক: শল্যচিকিত্‍সার পরে রোগীর পেটে তুলো ফেলে রাখার দায়ে অ্যাপোলো হাসপাতালকে ৪.৯২ লক্ষ টাকা জরিমানা করল ক্রেতা সুরক্ষা আদালত।গুজরাতের কচ্ছ জেলার বাসিন্দা ধনজিভাই ভারসানি কর্মসূত্রে ওমানের মাসক্যাটে থাকেন। ২০১১ সালে পেটে অসহ্য যন্ত্রণা শুরু হলে চিকিত্‍সার জন্য তিনি দেশে ফেরেন। ওই বছরের ৯ সেপ্টেম্বর অ্যাপোলো হাসপাতালে তাঁর অপারেশন করেন চিকিত্‍সক লক্ষ্মণ খিরিয়া। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেও ভারসানির পেটে ব্যথা হতে থাকে। ২৩ সেপ্টেম্বর এক্স-রে রিপোর্টে পেটের ভিতরে একটি ছোট্ট ছায়া নজরে এলেও তাতে আমল দেননি চিকিত্‍সকরা।কচ্ছের ভারাসার গ্রামে নিজের বাড়িতে ফিরে গেলে ভারসানির বিপদ আরও বাড়ে। তাঁর পেটের সেলাই থেকে পুঁজ গড়াতে শুরু করে। স্থানীয় চিকিত্‍সকদের পরামর্শ চাইলে তাঁরা জানান, রোগীর পেটের ভিতর কোনও বহিরাগত জিনিস রয়েছে, যার জেরে সংক্রমণ ঘটেছে। ২০১১ সালের ১৪ ডিসেম্বর ফের অপারেশনের পরে ভারসানির পাকস্থলি থেকে আগের অপারেশনে ব্যবহৃত তুলো উদ্ধার করা হয়। গোটা অপারেশন প্রক্রিয়াটির ভিডিয়ো তুলে রাখেন স্থানীয় চিকিত্‍সক ও ভারসানির পরিবার। ২০১২ সালে জানুয়ারি মাসে বিষয়টি অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের নজরে এনে অভিযোগ জানান ভারসানি। ক্ষতিপূরণ হিসেবে সেই হাসপাতালের চিকিত্‍সকরা তাঁকে ১২ লক্ষ টাকা দেওয়ার প্রাথমিক প্রস্তুতি নিলেও পরে জানান, চেন্নাইয়ে সংস্থার প্রধান দফতর বিষয়টি অনুমোদন করছে না। বাধ্য হয়ে শেষে গান্ধীনগরের ক্রেতা সুরক্ষা ফোরামের কাছে গোা বিষয়টি বিস্তারিত জানান ভারসানি। অ্যাপোলো হাসপাতালের গাফিলতির জেরে শারীরিক ক্লেশ ও আর্থিক ক্ষতির জন্য তিনি ১৯.৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেন। ক্রেতা সুরক্ষা আদালতে মামলার শুনানির পরে যাবতীয় তথ্য-প্রমাণ বিচার করে এম জে মেহতার নেতৃত্বাধীন ফোরাম ভারসানির হয়রানির জন্য চিকিত্‍সকদের গাফিলতিকে দায়ী করে। জরিমানা ও ক্ষতিপূরণ হিসেবে অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষকে ৪.৯২ লক্ষ টাকা এবং ২০১২ সাল থেকে ওই অঙ্কের উপর প্রাপ্য ৯% সুদ ধার্য করে আদালত।

from Eisamay https://ift.tt/2DbuMlw

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.