পিটি শিক্ষকের যৌন লালসার শিকার একাধিক স্কুলছাত্র

এই সময় ডিজিটাল ডেস্ক: সোমবার পুনের ইন্টারন্যাশনাল স্কুলের শারীরিক প্রশিক্ষণের শিক্ষককে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার করল পুলিশ। স্কুলের দশম শ্রেণীর পড়ুয়ারা অভিযোগ করেছিল ফেব্রুয়ারি মাস থেকে ক্রমাগত তাদের উপর যৌন নির্যাতন করত ওই শিক্ষক। ১৫ বছর বয়সী ওই কিশোররা জানিয়েছে কখনও নিজের বাড়িতে ডেকে আবার কখনও পড়ুয়াদের বাড়ি গিয়ে যৌন নির্যাতন করত অভিযুক্ত। ভারপ্রাপ্ত তদন্তকারী আধিকারিক অ্যাসিসটেন্ট পুলিশ ইন্সপেক্টর কিরণ লোন্ধে জানিয়েছেন, পড়ুয়াদের বিনামূল্যে প্রাইভেট টিউশন দেওয়া ইচ্ছাপ্রকাশ করলে ওই ব্যক্তিকে প্রাইভেট টিউটর হিসেবে নিয়োগ করেন অভিভাবকরা। এর পর থেকেই শুরু হয় তাদের উপর যৌন অত্যাচার। বেশ কিছুদিন এমন ভাবেই চলার পর পড়ুয়ারা নিজেদের মধ্যে এই নিয়ে আলোচনা করার পর তা অভিভাবকদের জানায়। সন্তানের থেকে সব কথা শুনে পুলিশে নালিশ দায়ের করেন এক অভিভাবক। তার পরেই Pocso Act-এর অধীনে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। খবরটি ইংরেজিতে পড়তে CLICK করুন

from Eisamay https://ift.tt/2DbZ9rV

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.