‘কংগ্রেসের প্রতারণার পর #MeToo বলবে বিরোধীরা’, রাজনাথের কটাক্ষে বিতর্ক

এই সময় ডিজিটাল ডেস্ক: 'কংগ্রেসের হাত ধরলে কাঁদতে হবে', এক জনসভা থেকে বিরোধীদের উদ্দেশে এমনই বার্তা দিলেন সিনিয়র BJP নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তবে বিরোধীদের সতর্ক করতে গিয়ে বিতর্কিত মন্তব্যই করে বসেছেন কেন্দ্রীয় মন্ত্রী। কংগ্রেসের হাত ধরলে ভবিষ্যতে কী হতে পারে, সেই আশঙ্কার কথা বিরোধীদের উদ্দেশে শোনাচ্ছিলেন রাজনাথ সিং। সেই প্রসঙ্গেই মন্ত্রীর মন্তব্য, 'পরে এমন অবস্থা না হয় যে, কংগ্রেসের সঙ্গে জোট করা বিপক্ষের দলগুলি #MeToo প্রচার চালাতে বাধ্য হয়ে পড়ে।' #WATCH: Home Minister Rajnath Singh says, "baad mein kahin aise haalat na ho jaayein, saari vipakshi partiyan aapas… https://t.co/Ys5nz086S7— ANI (@ANI) 1540630776000 তেলেঙ্গানা বিধানসভার আগে শনিবার হায়দরাবাদে জনসভায় উপস্থিত ছিলেন রাজনাথ সিং। সেখানেই বছর শেষে বিধানসভা নির্বাচন ও লোকসভা প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের একজোট হওয়ার কথা উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রী। তবে তাকে '#MeToo'-র সঙ্গে তুলনা করে বিতর্ক টেনে এনেছেন তিনি।পড়ুন: #MeToo-মারী: মেয়ে দেখলেই ভয়ে কাঁপছেন ৫০% পুরুষ!দেশজুড়ে #MeToo মুভমেন্টের সমর্থনে মুখ খুলছেন বহু মানুষ। বিভিন্ন সময়ে যৌন নির্যাতনের শিকার হওয়া নারীদের প্রতি সমর্থনের জোয়ার দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। এমনকী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবরের বিরুদ্ধেও ওঠা যৌন হেনস্থার অভিযোগের প্রসঙ্গে বলতে গিয়ে 'নারী সম্মানের' বিষয়ে জোর দিয়েছেন স্মৃতি ইরানি, মানেকা গান্ধীর মতো কেন্দ্রীয় মন্ত্রীরা। পরিস্থিতির জেরে পদত্যাগ দিতে বাধ্য হন এম জে আকবর। এমন সময়ে কেন্দ্রীয় মন্ত্রীর #MeToo-কে কটাক্ষ নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে আপনার কী মত? আমাদের জানান নীচের কমেন্ট বক্সে।

from Eisamay https://ift.tt/2CJMb3R

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.