মোদীর 'মেক ইন ইন্ডিয়া'কে সর্বত সাহায্যের ঘোষণা আবের

এই সময় ডিজিটাল ডেস্ক : সস্ত্রীক এদেশে যখন এসেছিলেন, ভারতের উষ্ণ অভ্য়র্থনায় মুগ্ধ হয়েছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। তাই ভারতের প্রধানমন্ত্রীর দুদিনের জাপান সফর যে আতিথেয়তায় মোড়া থাকবে, তা একরকম প্রত্য়াশিতই ছিল। কিন্তু সেই প্রত্য়াশাকে ছাপিয়ে নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করে, তাঁকে 'অসাধারণ একজন নেতা' ও 'মূল্য়বান বন্ধু' বলে উল্লেখ করলেন জাপানের প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, মোদীর মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে দ্রুত গতির রেল, জাপানি প্রযুক্তি ও পরিকাঠামোগত ভাবে সার্বিক সাহায্যের ঘোষণাও করেছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রীর জাপান সফরে দুদেশের নিরাপত্তা, বিনিয়োগ, কৃষি, স্বাস্থ্য়, পরিবেশ ও পর্যটন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বাড়িয়ে তোলার বিষয়েও আলোচনা হয়েছে। আবের মতে, জাপানি সহযোগিতায় মুম্বই থেকে আমেদাবাদ পর্যন্ত বুলেট ট্রেন চলতে শুরু করলে, তা ভারত-জাপান সম্পর্কের এক জ্বলন্ত প্রতীক হিসেবে দেখা হবে।

from Eisamay https://ift.tt/2RmljuQ

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.