চেহারা পাল্টেও লাভ হল না, বাবা-মাকে দেখতে গিয়ে সন্ত্রাসবাদীদের হাতে খুন অফিসার

এই সময় ডিজিটাল ডেস্ক: পুলিশের গোয়েন্দা দফতরের এক অফিসারকে অপহরণ করে খুন করল সন্ত্রাসবাদীরা। রবিবার বিকেলে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় এই ঘটনা ঘটে। নিজের গাড়িতে বাড়ি যাচ্ছিলেন পুলিশের CID বিভাগের অফিসার ইমতিয়াজ আহমেদ মীর। জানা গিয়েছে, বাবা-মায়ের সঙ্গে দেখা করার জন্য দাঁড়ি কেটে চেহারা সম্পূর্ণ বদলে গ্রামে ফিরছিলেন তিনি। তবে নজর এড়াতে পারেননি সন্ত্রাসবাদীদের। তাঁর জন্য পাতা হয় মরণফাঁদ। ওয়াহিবাগ এলাকা থেকে তাঁকে অপহরণ করে একদল বন্দুকবাজ। তাঁকে নিয়ে যাওয়া হয় রুশমি নাল্লা নামে এক জায়গায়। সেখানেই তাঁকে গুলি করে হত্যা করা হয়। এই খবর নিশ্চিত করে এক পুলিশকর্তা জানিয়েছেন, ওই এলাকা থেকে ইমতিয়াজ আহমেদের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। পুলিশের এক অফিসার জানিয়েছেন, 'আমি ওকে বলেছিলাম ওর যাওয়া উচিত না। সন্ত্রাসবাদীরা হামলা চালাতে পারে। তবে পুলওয়ামার শোনতাবাগে বাবা-মায়ের সঙ্গে দেখা করার জন্য অনড় ছিল ইমতিয়াজ।' রবিবার সকালে তিনি সম্পূর্ণ অন্য বেশে ওই অফিসারকে বলেছিলেন, 'এ বার আর সন্ত্রাসবাদীরা আমায় চিনতে পারবে না।' এই ঘটনার তদন্ত শুরু করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ।২০১০ ব্যাচের সাব-ইনস্পেক্টর ইমতিয়াজ গান্ডেরবালে পাঁচ বছর কাজ করার পর গত বছর বদলি হয়ে যান কুলগামে। চলতি বছর মার্চে তিনি CID-তে যোগ দেন।খবরটি ইংরেজিতে পড়ুন

from Eisamay https://ift.tt/2Pr5yW2

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.