পাকিস্তান থেকে এবার বাসেই যাওয়া যাবে চিন!

এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতের উদ্বেগ বাড়িয়ে আরও কাছাকাছি পাকিস্তান এবং চিন। এবার এই দু'দেশের মধ্যে বাস পরিষেবা শুরু হতে চলেছে। আগামী ৩ নভেম্বর থেকে এই পরিষেবা শুরু হওয়ার কথা। চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (CPEC) প্রকল্পের অঙ্গ হিসেবে এই বাস পরিষেবা বলে পাক আধিকারিকরা জানিয়েছেন। এই বিলাসবহুল বাস চালু হলে দু'দেশের মধ্যে যাতায়াত আরও সহজ হবে।প্রস্তাবিত ওয়ান বেল্ট, ওয়ান রোড উদ্যোগের অন্তর্গত CPEC প্রকল্পের কাজ শুরু হয় ২০১৫ সালে। চিনের তরফে ভারতকে এই উদ্যোগে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু ভৌগলিক সুরক্ষার কথা চিন্তা করে দিল্লি সে প্রস্তাব উড়িয়ে দেয়। ৫ হাজার কোটি মার্কিন ডলারের CPEC প্রকল্পের আওতায় চিনের শিনজিং প্রদেসের সঙ্গে সড়ক এবং রেল পথে যুক্ত হবে পাকিস্তানের গদর বন্দর।জানা গিয়েছে, নর্থ-সাউথ ট্রানসপোর্ট নেটওয়ার্ক নামে একটি বেসরকারি সংস্থা পাকিস্তানের লাহোর এবং চিনের কাশগরের মধ্যে বাস চালাবে। দীর্ঘ ৩০ ঘণ্টার এই বাস যাত্রায় টিকিটের দাম ১৩ হাজার টাকা। তবে একইসঙ্গে যাওয়ার এবং ফেরার টিকিট কাটলে খরচ কমে হবে ২৩ হাজার টাকা। এই পরিষেবা পড়শি দু'দেশের বাসিন্দাদের মধ্যে বন্ধুত্ব আরও বাড়াবে বলে মত নর্থ-সাউথ ট্রানসপোর্ট নেটওয়ার্ক-এর সিইও মহম্মদ আনোয়ারের।

from Eisamay https://ift.tt/2DbagBJ

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.