এই সময় ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ের দন্তেওয়াড়ায় মাওবাদী জঙ্গি হানায় মৃত্যু হল দূরদর্শনের চিত্র সাংবাদিকের। ঘটনায় শহিদ হয়েছেন দুই সিআরপিএফ জওয়ানও।মঙ্গলবার সকালে দন্তেওয়াড়ার আরণপুরে নির্বাচনের খবর করতে আসা দূরদর্শনের সাংবাদিক দলের উপর আচমকা হামলা চালায় মাওবাদীরা। ঘটনায় নিহত হয়েছেন চিত্র সাংবাদিক অচ্যুতানন্দ সাহু। জঙ্গিদের বাধা দিতে গিয়ে মৃত্যু হয় সিআরপিএফ-এর দুই জওয়ানের। এই খবর জানিয়েছে সিআরপিএফ-এর এক সূত্র। #WATCH:Dantewada SP Abhishek Pallav breaks down while talking about death of 2 police personnel&DD cameraman in Nax… https://t.co/RdvhqixiqB— ANI (@ANI) 1540895289000 নির্বাচন কেন্দ্র করে সম্প্রতি ছত্তিশগড়ে মাওবাদী হিংসা বৃদ্ধি পেয়েছে। গত রবিবার দন্তেওয়াড়ায় বিজেপি নেতা তথা জেলা পঞ্চায়েত সদস্য নন্দলাল মুদিয়ামিকে খুনের চেষ্টা করে মাওবাদীরা। রাত ৮টা নাগাদ পালনার গ্রামে নিজের বাড়িতে ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর জখম হন। তাঁকে দ্রুত দন্তেওয়াড়া হাসপাতালে নিয়ে যান আত্মীয়রা, জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার গোরখনাথ বাঘেল। এর আগে নভেম্বর মাসে দুই দফায় আয়োজিত বিধানসভা নির্বাচন বয়কটের ডাক দিয়েছিল মাওবাদীরা। আগামী ১২ নভেম্বর প্রথম দফার নির্বাচন হওয়ার কথা ১৮টি কেন্দ্রে। এর মধ্যে ৮টি কেন্দ্র- বস্তার, কাঁকের সুকমা, বিজাপুর, দন্তেওয়াড়া, নারায়ণপুর, কোন্ডাগাঁও ও রাজনন্দগাঁও মাওবাদী ঘাঁটি হিসেবে পরিচিত। রাজ্যের বাকি ৭২টি কেন্দ্রে ২০ নভেম্বর ঘোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। ১১ ডিসেম্বর জানা যাবে ভোট গণনার ফলাফল।
from Eisamay https://ift.tt/2PpYQQf



