মালেগাঁও বিস্ফোরণ: পুরোহিত-সাধ্বী-সহ ৭ জনের বিরুদ্ধে চার্জ গঠন

এই সময় ডিজিটাল ডেস্ক: ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত লেফটেন্যান্ট কর্নেল পুরোহিত ও সাধ্বী প্রজ্ঞা-সহ ৭ অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করল NIA আদালত। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসের ষড়যন্ত্র, খুন ও এই ঘটনায় জড়িত অন্যান্য অপরাধে অভিযুক্ত করা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ২ নভেম্বর। NIA আদালতের নেতৃত্বে থাকা বিচারক বিনোদ পাডালকর অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। UAPA-তে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে। আর ভারতীয় দণ্ডবিধির আওতায় আনা হয়েছে খুন ও ষড়ষন্ত্রের অভিযোগ। চার্জ গঠনের পর এই মামলার শুনানি শুরু হবে। পুরোহিত ও সাধ্বী ছাড়াও এই মামলায় অভিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর রমেশ উপাধ্যায়, অজয় রাহিরকর, সুধাকর দ্বিবেদী, সুধাকর চতুর্বেদী ও সমীর কুলকার্নি। বিচারক তাঁদের বিরুদ্ধে কী চার্জ আনা হয়েছে, তা পড়ে শোনানোর সময় আদালতে সব অভিযুক্ত উপস্থিত ছিলেন। আদালতের নির্দেশের পর প্রজ্ঞা বলেন, 'আগে NIA আমায় ক্লিনচিট দিয়েছিল। এখন আমার বিরুদ্ধে চার্জ গঠন হচ্ছে। এটা কংগ্রেসের ষড়যন্ত্র ছিল। তবে আমি নিশ্চিত যে নিরপরাধ হিসেবেই প্রমাণিত হবে। কারণ সত্যের জয় হবেই।'খবরটি ইংরেজিতে পড়ুন

from Eisamay https://ift.tt/2RnzjV1

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.