এই সময় ডিজিটাল ডেস্ক: কথায় আছে, রাখে হরি মারে কে। পাঁচ তলার উপর থেকে নীচে পড়ে গিয়েও প্রাণে বেঁচে গেল ১৪ মাসের এক শিশু। শুধু তাই নয়, কোনও কাটছেঁড়া করতে হয়নি একরত্তির শরীরে। মুম্বইয়ের গোবান্দি এলাকায় ঘটেছে এই ঘটনা। বাড়ির পাঁচ তলার উপর থেকে একটি গাছের উপর গিয়ে পড়ে শিশুটি। তার জ্ঞান থাকলেও পরিস্থিতি সংকটজনক বলে মনে করা হয়েছিল। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় মুলুন্দের একটি বেসরকারি হাসপাতালে। শিশুদের ICU-এর ভেন্টিলেটরে দেওয়া হয় শিশুটিকে। 67730809 এই সময়-এর পোলে অংশগ্রহণ করুন।পরে হাসপাতালের শিশু চিকিত্সক ডা. রঞ্জন দোশি জানিয়েছেন, 'কোনও অস্ত্রোপচার ছাড়াই আমরা শিশুটির চিকিত্সা করতে সক্ষম হয়েছি। একটিও সেলাই করতে হয়নি। সে ভালো আছে এবং বাড়ি ফিরেছে।' শিশুটির বাবার আতঙ্ক এখনও কাটেনি। তিনি বলেন, 'বিরাট শিক্ষা পেলাম। সব বাবা-মায়েদের বলছি, নিজেদের বাড়িকে বাচ্চাদের জন্য সুরক্ষিত করে গড়ে তুলুন।'খবরটি ইংরেজিতে পড়ুন
from Eisamay http://bit.ly/2FSoMQd