কৃষক দরদী রাগা, সোমবার সভা রায়পুরে

এই সময় ডিজিটাল ডেস্ক: সোমবার ছত্তিসগড়ের রাজধানী রায়পুরে যাওয়ার কথা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর। যোগ দেবেন কৃষকদের সভায়। তাঁর দল ছত্তিসগড়ে ক্ষমতায় আসার পর এই প্রথম ওই রাজ্যে যাচ্ছেন রাহুল।১৫ বছর পর ফের রাজ্যে কংগ্রেসকে ক্ষমতায় ফিরিয়ে আনার জন্যে রাজ্যের সব মানুষ ও কৃষকদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতেই রাহুল গান্ধী অংশ নেবেন কিষাণ আভার সম্মেলনে। নভেম্বরে হওয়া বিধানসভা নির্বাচনে ৯০টির মধ্যে ৬৮টি আসন জিতে ছত্তিসগড়ে ক্ষমতায় আসে কংগ্রেস। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বড় সংখ্যক কৃষক জমায়েত হতে চলেছে আজকের সভায়। মাও অধ্যুষিত বসতার অঞ্চল থেকেও আসবেন কৃষকরা। কংগ্রেসের মুখপাত্র জানিয়েছেন, এই সভায় দরিদ্র কৃষকদের হাতে তুলে দেওয়া হবে ঋণ মুকুব শংসাপত্র। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে রাহুল গান্ধী প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় কংগ্রেস আসলে মুকুব করে দেওয়া হবে কৃষি ঋণ। ১৬.৬০ লাখ কৃষকের ৬১০০ কোটি টাকার ঋণ মুকুব করার পাশাপাশি রাজ্যের কৃষকদের থেকে ধান কেনা হবে আড়াই হাজার টাকা প্রতি কুইন্টালে। এই প্রতিশ্রুতিও রক্ষা করল কংগ্রেস। ক্ষমতায় আসার পর বাঘেল সরকার ১৫ লাখ কৃষকের ২০৭ কোটি টাকার সেচ করও মুকুব করে দিয়েছে।

from Eisamay http://bit.ly/2B2o7r1

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.