আধার তথ্যের অপব্যবহার হচ্ছে, UIDAI-এর বিরুদ্ধে অভিযোগ SBI-এর

এই সময় ডিজিটাল ডেস্ক: আধারের তথ্যের অপব্যবহার করা হচ্ছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)-এর কাছ এমনই অভিযোগ জানাল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। যদিও এই অভিযোগ মানতে নারাজ UIDAI। SBI-এর আধিকারিকরা UIDAI-কে জানিয়েছে, আধার অপারেটরদের লগ-ইন ও বায়োমেট্রিকস ব্যবহার করে বেআইনি আধার তৈরি করা হচ্ছে। যদিও UIDAI-এর বক্তব্য, 'আধার ডেটাবেস সম্পূর্ণ সুরক্ষিত এবং নিরাপত্তা ফাঁস হওয়ার কোনও ঘটনা ঘটেনি।'SBI ও অন্যান্য ব্যাংককে আধার এনরোলমেন্টের টার্গেট দিয়ে দেওয়া হয়েছিল। এ জন্য চণ্ডীগড়ে FIA টেকনোলজি সার্ভিসেস ও সঞ্জীবনী কনসালট্যান্ট প্রাইভেট লিমিটেড নামে দুটি ভেন্ডর ঠিক করে তারা। এই ভেন্ডররাই হরিয়ানা, পঞ্জাব, হিমাচল, জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানায় কাজ করছে। তবে গত দু মাসে এই এজেন্সির ২৫০ অপারেটরদের মধ্যে প্রায় অর্ধেককে শাস্তি দেওয়া হয়েছে। হয় তাদের নিষ্ক্রিয় করা হয়েছে বা ব্ল্যাকলিস্টেড করা হয়েছে। এই কারণে বিভিন্ন শাখায় SBI-এর আধার অনরোলমেন্ট অভিযান ধাক্কা খেয়েছে ও টার্গেট পূর্ণ করতে ব্যর্থ হয়েছে। 67730809 এই সময়-এর পোলে অংশগ্রহণ করুন।শাস্তি পাওয়া এক অপারেটর ৪০ বছরের বিক্রম মাসে ১০০০০ টাকা করে বেতন পেতেন। কিন্তু UIDAI তাঁকে প্রায় ৩৩ লক্ষ টাকা জরিমানা করেছে। UIDAIএর বক্তব্য, বিক্রম তাঁর অপারেটর আইডি ব্যবহার করে মিথ্যে তথ্য দিয়ে বেআইনি আধার কার্ড তৈরি করেছেন। তবে SBI-এর আধিকারিকদের দাবি, UIDAIএর সুরক্ষা ব্যবস্থায় কোনও গলদ রয়েছে বলেই হ্যাকাররা সিস্টেমে ঢুকে এই কাজ করছে।খবরটি ইংরেজিতে পড়ুন

from Eisamay http://bit.ly/2G5wntO

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.