'২১ শতকই সবচেয়ে খারাপ', ধর্ম নিয়ে রাজনীতির বিরুদ্ধে সরব আমজাদ আলি খান

এই সময় ডিজিটাল ডেস্ক: ধর্ম নিয়ে রাজনীতি করার বিরুদ্ধে এবার সরব হলেন উস্তাদ আমজাদ আলি খান। মানবতার জন্য একুশ শতক সবচেয়ে খারাপ সময় বলে আক্ষেপ করেন তিনি। শুধু ভারত নয়, গোটা বিশ্বেই এখন একই পরিস্থিতি বলেও জানিয়েছেন পদ্মবিভূষণ প্রাপ্ত এই সরোদ বাদক। 'সারা বিশ্বে ধর্মের নামে মানুষ একে অন্যকে খুন করছে। পৃথিবীতে শান্তি প্রয়োজন। কিন্তু এই একুশ শতকেও রাজনাীতি ধর্মনির্ভর এবং রাজনীতিকরা ধর্মকে নিজেদের স্বার্থে ব্যবহার করছেন।' কলকাতায় টাটা স্টিল আয়োজিত একটি সাহিত্যসভায় পিটিআই-কে দেওয়া সাক্ষাত্‍কারে এই কথা বলেন আমজাদ আলি খান। তিনি আরও বলেন, ''একুশ শতক শান্তিপূর্ণ হবে এমনই আশা ছিল। কিন্তু এটাই গোটা পৃথিবীর জন্য সবচেয়ে খারাপ সময়ে পরিণত হয়েছে। এক দেশের মানুষ অন্য দেশে যেতে ভয় পাচ্ছে। কারোর কোনও নিরাপত্তা নেই।' 67714256 এই সময়-এর পোলে অংশগ্রহণ করুন। নিজের বাবা হাফিজ আলি খানের বক্তব্য স্মরণ করে তিনি বলেন, 'আমাদের সবার একজনই ঈশ্বর এবং আমরা সবাই একটাই জাতি। সব ধর্মের প্রধানরা যদি এই বার্তা দিতেন, কতই না ভালো হত।' পৃথিবীতে শান্তি বজায় রাখার দায়িত্ব প্রত্যেকটি মানুষের রয়েছে বলে মন্তব্য করেছেন ৭৩ বছরের কিংবদন্তী সরোদবাদক। কিছুদিন আগে ধর্ম নিয়ে রাজনীতি করার বিরুদ্ধে মুখ খুলেছিলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহও।

from Eisamay http://bit.ly/2RfeKd3

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.