গান্ধীনগরে অমিত শাহ! প্রার্থী ঘোষণার পর ‘আডবানী-বাণে’ বিদ্ধ BJP!

এই সময় ডিজিটাল ডেস্ক: দেরিতে হলেও অবশেষে লোকসভা ২০১৯-র জন্য ১৮২টি আসনে প্রার্থী ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি (BJP)। তিন দফা নির্বাচনী কমিটির বৈঠকের পর প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে দেশজুড়ে ১৮২টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন দলের সিনিয়র নেতা JP নাড্ডা।আর এই প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে আলোচনায় একটিই নাম লালকৃষ্ণ আডবানি। কারণ, আডবানির জিতে আসা গান্ধীনগর আসন থেকেই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন BJP সভাপতি অমিত শাহ। প্রসঙ্গত, ২০১৪ লোকসভা নির্বাচনে এই আসনেই ৪ লাখের বেশি ভোটে জিতেছিলেন বর্ষীয়ান BJP নেতা।তবে গেরুয়া শিবিরের প্রথম দফার প্রার্থী তালিকায় নেই ৯১ বছরের 'লৌহপুরুষে'র নাম।Lok Sabha 2019: অবশেষে প্রথম দফার তালিকা প্রকাশ BJP-রপ্রসঙ্গত, ২০১৪ লোকসভা নির্বাচনের পর সাংসদ পদ ছাড়া রাজনীতিতে সেই অর্থ সক্রিয় কোনও ভূমিকা ছিল না দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আডবানির। দিল্লির রাজনৈতিক মহলের কানাঘুষো ছিল, গত লোকসভার পর লোকসভার অধ্যক্ষ হওয়ার দৌড়ে ছিলেন BJP-র 'লৌহপুরুষ'। তবে ওই পদ সুমিত্রা মহাজনকে দেন মোদী-শাহ। আডবানির ঠাঁই হয় BJP-র মার্গদর্শক মণ্ডলী-তে। উপদেষ্টা হিসেবে। যদিও গত বছরগুলিতে এই মার্গদর্শক মণ্ডলীর একটি বৈঠকও মনে করা কঠিন বিষয়। দলীয় সিদ্ধান্তে আডবানি বা মুরলী মনোহর যোশীর মতো বর্ষীয়ানদের মত না চাওয়ার অভিযোগ বহু পুরনো। এই সুযোগ ছাড়েনি বিরোধী কংগ্রেস। BJP-র প্রার্থী তালিকা ঘোষণার পরই কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার ট্যুইট, 'প্রধানমন্ত্রী মোদী যদি লালকৃষ্ণ আডবানিকে সম্মান করতে না পারেন, তবে দেশের মানুষদের ইচ্ছার সম্মান কীভাবে করবেন?' पहले श्री लाल कृष्ण अडवाणी को ज़बरन ‘मार्ग दर्शक’ मंडल में भेज दिया, अब उनकी संसदीय सीट भी छीन ली। जब मोदीजी बु… https://t.co/Hkvz8lh99S— Randeep Singh Surjewala (@rssurjewala) 1553178579000 প্রসঙ্গত, রাজনীতির সিঁড়ি বেয়ে যখন ওঠা শুরু করেছেন মোদী, তখন তিনি ছিলেন লালকৃষ্ণ আডবানীর অনুগামী। গেরুয়া ঘনিষ্ঠ মহলের মতে, ২০০২ সালে দাঙ্গার ঘটনার পর মোদীর মুখ্যমন্ত্রী পদ নিয়ে যখন আশঙ্কা দেখা দিয়েছে, তখন এই লালকৃষ্ণ আডবানির প্রচ্ছন্ন মদতেই পানজিমে BJP-র জাতীয় কর্মসমিতির বৈঠকে বিনাশ ঘটেছিল মোদীকে অপসারণের সম্ভাবনার।

from Eisamay https://ift.tt/2FvOV61

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.