হোলিতে ক্রমাগত বাজল দিল্লি পুলিশের ফোন, এল ৪ হাজারের বেশি কল

এই সময় ডিজিটাল ডেস্ক: হোলি হে ভাই হোলি হয়ে। বুরানা মানো হোলি হে। কিন্তু হোলির দিন থানায় থানা ক্রমশ বেজে চলা টেলিফোনের রিঙে দিল্লি পুলিশের ছুটেছে কাল ঘাম। হোলিকে কেন্দ্র করে ঘটা গণ্ডগোল সংক্রান্ত চার হাজারেরও বেশি ফোন কল রিসিভ করেছে দিল্লি পুলিশ। শুধু তাই নয় ট্রাফিক আইন ভাঙার জন্য ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ১৩ হাজারেরও বেশি চালান কেটেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ সূত্রে জানানো হয়েছে, এবছর হোলির দিন ট্রাফিক আইন ভাঙার জন্য চালন কাটার সংখ্যা গত বারের তুলনায় ৪ হাজার বৃদ্ধি পেলেও, অন্যিকে হ্রাস পেয়েছে মদ্যপান করে গাড়ি চালানোর প্রবনতা। যার জেরে এবার চালন সংখ্যা কমেছে ৩০০টি। জানানো হয়েছে, মোট ১৩ হাজার ২১৯টি চালান এবারের হোলিতে কেটেছে দিল্লি পুলিশ। যার মধ্যে ৪৩১টি আটকের জন্য চালান কাটা হয়েছে। অন্যদিকে ১ হাজার ৫৯১টি চালান কাটা হয়েছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে। ২০১৮ সালে হোলির দিন মোট ৯ হাজার ৩০০ টি চালান কাটা হয়ে ছিল, যার মধ্যে ১ হাজার ৯০০টি ছিল মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর প্রতিরোধে এবার হোলির দিন কড়া ব্যবস্থা করায়, দুর্ঘটনার সংখ্যাও গত বারের তুলনায় এবার অনেকটাই হ্রাস পেয়েছে বলে দিল্লি পুলিশ সূত্রে জানানো হয়েছে। এছাড়া এবার দিল্লি পুলিশের কাছে হোলির দিন বিভিন্ন স্থানে গণ্ডগোলের অভিযোগ জানিয়ে মোট ৪ হাজার ২৬টি ফোন কল এসেছে। যার মধ্যে অনিচ্ছা সত্বেও রং দেওয়ার অভিযোগে ফোন কল এসেছে ২ হাজার ৪৪০টি। প্রতিবেদনটি ইংরিজিতে পড়তে ক্লিক করুন।

from Eisamay https://ift.tt/2HN07N5

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.