ফের বৈঠকে নির্বাচন কমিটি, ঘোষণা হবে BJP-র দ্বিতীয় প্রার্থীতালিকা?

এই সময় ডিজিটাল ডেস্ক: শুক্রবার ফের বৈঠকে বসতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। এদিনই লোকসভা নির্বাচনের জন্য দলের দ্বিতীয় প্রার্থী তালিকা পেশ করতে পারে তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহ বৈঠকে উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে। ভোট শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে হোলিতে দলের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি। CEC-র তিনদিনের ম্যারাথন বৈঠকের পর বৃহস্পতিবার তালিকা ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। তালিকায় নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং ও নিতিন গড়করি ও স্মৃতি ইরানির মতো হেভিওয়েট নেতাদের কেন্দ্র প্রকাশিত হয়েছে। ২০টি রাজ্যের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এখনও উত্তরপ্রদেশ, গুজরাট, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গের বেশ কিছু কেন্দ্রের তালিকা ঘোষণা বাকি। বিজেপির প্রথম প্রার্থী তালিকায় সবচেয়ে বড় চমক ছিল প্রবীণ নেতা এলকে আডবাণির অনুপস্থিতি। এখনও পর্যন্ত অন্তত একটি করে প্রার্থী তালিকা ঘোষণা করেছে প্রতিটি দলই। তবে কংগ্রেস ইতোমধ্যেই ৬টি প্রার্থীতালিকা প্রকাশ করেছে।

from Eisamay https://ift.tt/2HL83hL

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.