রণবীর নন, এঁর সঙ্গেই দীপিকা ঘুরতে চান দেশ-বিদেশ

এই সময় ডিজিটাল ডেস্ক: বলিউডের পাশাপাশি হলিউডেও সবার মন জয় করেছেন দীপিকা পাডুকোন। সম্প্রতি লন্ডনের মাদাম তুসোর মোম মিউজিয়ামে উদ্বোধন হয়েছে তাঁর মোম মূর্তির। এর আগে নিউ ইয়র্কে বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ভোগ-এর কভার শ্যুটি গিয়েছিলেন বলি সুন্দরী। সেখানেই তাঁর হোটেলের ঘরে শ্যুট হল দীর্ঘ প্রশ্নোত্তর পর্ব। ফেমিনিজম, অবসাদ এমনই নানা বিষয়ে প্রায় ৭৩টি প্রশ্ন তাঁকে করা হয়েছিল। তারই মধ্যে একটি প্রশ্ন ছিল, তিনি বিশ্বের কোন দেশে বেড়াতে যেতে চান এবং সঙ্গে কাকে নিতে চান। 68518946 উত্তরটা রণবীর সিং হতেই পারত। কিন্তু হল না। বরং দীপিকার চটজলদি জবাব ছিল... প্রিন্সেস ডায়ানা। হ্যাঁ, তিনি মেক্সিকো যেতে চান ডায়ানার সঙ্গে। এবং হতে চান ডায়ানার ট্র্যাভেল গাইড। সেখান থেকে ডায়ানাকে ভারতে এনে তাঁর সঙ্গে পায়ে হেঁটে দেশ দেখা এবং নানা ধরনের খাবার চেখে দেখারও স্বপ্ন তাঁর। এরই সঙ্গে আরও একটি তথ্য জানা গেল দীপিকা সম্পর্কে। অনেকেই হয়তো জানেন তিনি ডেনমার্কের কোপেনহেগন-এ জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু এটা কি জানতেন দীপিকা ৬টি ভাষায় কথায় বলতে পারেন!

from Eisamay https://ift.tt/2FsOvwX

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.