গুলি-বোমা নয়, নিরাপদ পানীয় জলের অভাবে মৃত্যু হচ্ছে হাজার হাজার শিশুর!

এই সময় ডিজিটাল ডেস্ক: ২২ মার্চ বিশ্ব জল দিবসে একটি রিপোর্ট পেশ করল UNICEF। সেখানে স্পষ্ট জানানো হয়েছে যুদ্ধের থেকে বেশি ভয়ংকর নিরাপদ পানীয় জলের অভাব। আর ঠিক এই কারণেই সারা দুনিয়ায় অসংখ্য শিশু মারা যায় প্রতি বছর। ১৬টি দেশে করা সমীক্ষার ভিত্তিতে জানানো হয়েছে পাঁচ বছর বা তার কম বয়সী শিশুদের জল সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে মৃত্যু আশঙ্কা ২০ গুণ বেশি। এর সঙ্গে রয়েছে আরও একটি কারণ—খারাপ স্বাস্থ্যব্যবস্থা। UNICEF-এর এগজিকিউটিভ ডিরেক্টর হেনরিয়েত্তা ফোর জানিয়েছেন, ‘দীর্ঘ দিন যুদ্ধ বিপর্যস্ত অঞ্চলে থাকার ফলে শিশুদের কাছে নিরাপদ পানীয় জল প্রায় পৌঁছায়ই না। ফলে ভয়ংকর সংকটে রয়েছে তারা। বুলেটের চেয়ে নোংরা জলের জন্যে প্রাণ যায় হাজার হাজার শিশুর।’ রিপোর্টে বলা হয়েছে প্রতি বছর ১৫ বছরের কম বয়সী প্রায় ৮৫,৭০০ শিশুর মৃত্যুর কোলে ঢলে পড়ে নিরাপদ পানীয় জলের অভাবে।

from Eisamay https://ift.tt/2HS8SVQ

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.