ফের ৬০ ফুট গভীর কুয়োয় আটকে খুদে, উদ্ধারের চেষ্টায় কালঘাম

এই সময় ডিজিটাল ডেস্ক: যখন সারা দেশ রং-এর উৎসবে মেতে উঠেছে, ঠিক সেই সময়ে দু দিন ধরে হরিয়ানার একটি কুয়োয় আটকে ১৮ মাসের শিশু। ৬০ ফুট গভীর গর্তের মধ্যে থেকে শোনা যাচ্ছে তার ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদার শব্দ। বুধবার বিকালের পর কেটে গেছে ৩৬ ঘণ্টারও বেশি সময়, এখনও চলছে উদ্ধার কাজ। স্থানীয়দের সূত্রে জানা গেছে, বুধবার বিকালে খেলার সময়ে হঠাৎই গর্তে পড়ে যায় শিশুটি। দিনমজুর বাবা-মায়ের ১৮ মাসের শিশুটি গর্তে পড়ে যাওয়ার ঘটনা দ্রুত স্থানীয় পুলিশ স্টেশনে খবর দেয় গ্রামবাসীরা। দ্রুত যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করে প্রশাসন। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় এনডিআরএফ-এর উদ্ধারকারী দল। আনা হয় আধুনিক সুড়ঙ্গ কাটার যন্ত্র। গর্তের দিয়ে পাইপ নামিয়ে দেওয়া হয়েছে অক্সিজেন। পাঠানো হয়েছে বিস্কুট ও ফলের রস। জেলা শাসক অশোক কুমার মিনা জানিয়েছেন, শিশুটিকে গর্ত থেকে তোলার জন্য দিন রাত কাজ করছে উদ্ধারকারী দল। ইতমধ্যে অর্ধেকের বেশী দূরত্ব অতিক্রম করা গেছে। জেলাশাসক জানান, শেষ খবর পাওয়া পর্যন্ত এই মুহূর্তে শিশুটির থেকে ১৫ ফুট দূরে রয়েছে উদ্ধারকারী দল। কিছুক্ষণের মধ্যেই শিশুটকে উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন। জেলা শাসাক অশোক কুমার মিনা জানিয়ছেন, যে বা যারা ওই স্থানে কুয়োটি খুঁড়ে ছিল তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ করা হবে। ২০০৬ সালে কুরুক্ষেত্রে এই একই ধরনের ঘটনায়, প্রিন্স নামে একটি পাঁচ বছরে শিশু আটকে পড়েছিল কুয়োর গর্তে। দীর্ঘ ৪৮ ঘণ্টার চেষ্টার পর তাকে উদ্ধার করা হয়েছিল।

from Eisamay https://ift.tt/2Fvqzt3

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.