এই সময় ডিজিটাল ডেস্ক: সীমান্ত সন্ত্রাসের বলি হচ্ছেন অসংখ্য জওয়ান। শহিদের মৃত্যুতে ব্যথিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উৎসবের শুভেচ্ছা জানালেও ব্যক্তিগত ভাবে হোলি খেলায় অংশগ্রহণ থেকে বিরত থাকলেন।বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডেলে দেশবাসীকে হোলি উপলক্ষে শুভ কামনা জানানোর সঙ্গে সকলের সুখ ও স্বাচ্ছন্দ্য কামনা করেছেন তৃণমূল নেত্রী। পাশাপাশি মনে করিয়ে দিয়েছেন, 'আপনার আনন্দ যেন অন্য কার জীবনে দুঃখ বহন করে না আনে, তা মনে রাখবেন।'मेरी तरफ से आप सब को #होली की हार्दिक शुभकामनाएं । आपका जीवन आनंद और खुशी के रंगों से भर जाए। लेकिन याद रखें, आपका… https://t.co/CgOWdF1Bes— Mamata Banerjee (@MamataOfficial) 1553132340000 আরও পড়ুন: LoC-তে ফের পাক হানা, শহিদ এক জওয়ানসেই সঙ্গে তিনি জানিয়েছেন, পুলওয়ামায় সন্ত্রাসবাদী হানায় সিআরপিএফ জওয়ানদের শহিদ হওয়ার স্মৃতিতে তিনি এই বছর হোলি উৎসব পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন।উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামা জেলায় সিআরপিএফ কনভয়ের উপর আত্মঘাতী জইশ সন্ত্রাসবাদী হামলায় ৪০ জন জওয়ান প্রাণ হারান। বৃহস্পতিবার হোলির দিনেও সীমান্তে সংঘর্ষ বিরতি নীতি লঙ্ঘন করে হানা দিয়েছে পাক সেনা। ঘটনায় শহিদ হয়েছেন এক ভারতীয় সেনা জওয়ান।
from Eisamay https://ift.tt/2YdosRK
