ভাঙনের মালদায় আজ দল চাঙ্গা করতে রাহুল

কৌশিক সরকার ও মানস রায়একে গত পঞ্চায়েত ভোটে জেলা পরিষদ দখল করেছে তৃণমূল। তার উপর আবার গনিখান চৌধুরীর ভাগ্নী ও মালদহ উত্তরের বিদায়ী সাংসদ মৌসম বেনজির নূর দল বদলে তৃণমূলে চলে গিয়েছেন। তাই, চিরাচরিত গড় বলে পরিচিত মালদায় বড়সড় ধাক্কা খেয়েছে কংগ্রেস। আর সে কথা মাথায় রেখে আজ, শনিবার মালদা থেকেই এই রাজ্যে লোকসভা ভোটের প্রচার শুরু করতে চলেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।সাধারণ ভাবে ভোটপর্বের শেষ দিকে প্রচারে আসেন দলের হেভিওয়েট নেতা-নেত্রীরা। কিন্তু এ বার, ভোটের প্রায় সূচনালগ্নেই মালদার চাঁচলে রাহুলের সমাবেশকে ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে কৌতূহল। কেন মালদা? কেনই বা ভোটের প্রায় শুরুর পর্বে? প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, ‘দল ঠিক করেছে মালদা, তাই মালদা। ওই দিন পূর্ণিয়াতেও রাহুল গান্ধীর একটি সভা রয়েছে। পূর্ণিয়া থেকে এলাকাটি কাছে হবে বলেই মালদার সভাটি রাখা রয়েছে।’ এআইসিসি-র তরফে এই রাজ্যে কংগ্রেসের পর্যবেক্ষক মহম্মদ জাভেদ বলেন, ‘গনিখান চৌধুরীর জেলা মালদা বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি। সেই জন্যই এই জেলা থেকে পশ্চিমবঙ্গে কংগ্রেসের প্রচার শুরু করতে চলেছেন রাহুল গান্ধী। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এই সভাটি হবে। এর পিছনে অন্য কোনও রহস্য নেই।’শনিবার মালদার চাঁচল কলম বাগান ময়দানে রয়েছে রাহুল গান্ধীর সমাবেশ। ওই মাঠেই সোমবার সমাবেশ করবে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসও। সেই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর।মালদা জেলা কংগ্রেসের সভাপতি মোস্তাক আলম বলেন, ‘মালদা জেলা বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি। সেখানে মৌসম বেনজির নূর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। দলের স্থানীয় নেতা, কর্মীদের মনোবলে যাতে চিড় না ধরে, সে কারণেই মালদহ থেকেই নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।’২০১৪-র লোকসভা নির্বাচনেও চাঁচলে সভা করতে এসেছিলেন রাহুল গান্ধী। ওই জায়গা মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। মৌসম এ বার ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী।রাহুলের সভাস্থল মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হলেও আজকের সভায় অবশ্য ওই কেন্দ্র ছাড়াও মালদা দক্ষিণ ও বায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেসকর্মী-সমর্থকেরা হাজির হবেন। আজ রাহুলের সভার জন্য বুথ স্তর থেকে কর্মীদের আনার সাংগঠনিক প্রস্তুতি ইতিমধ্যেই সারা হয়েছে বলে কংগ্রেস সূত্রের খবর।এই রাজ্যে কংগ্রেসের দখলে চারটি লোকসভা কেন্দ্র। মালদা উত্তর, মালদা দক্ষিণ, বহরমপুর ও জঙ্গিপুর। ওই চারটি আসন ধরে রাখাই এ বার তাঁদের কাছে বড় চ্যালেঞ্জ বলে জানাচ্ছেন প্রদেশ কংগ্রেস নেৃতত্বের একাংশ। এই রাজ্যে বামেদের সঙ্গে নির্বাচনী সমঝোতা শুরু হয়েও ভেস্তে যাওয়ায় গত বার জেতা চারটি আসনে কংগ্রেসের লড়াই কঠিন হয়ে দাঁড়াচ্ছে।

from Eisamay https://ift.tt/2JveIin

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.