বায়োপিকের তালিকায় এবার জয়ললিতা! প্রধান ভূমিকায় এই অভিনেত্রী

এই সময় ডিজিটাল ডেস্ক: মণিকর্নিকা: দ্য কুইন অফ ঝাঁসির সাফল্যের তাঁর কেরিয়ার এখন ঊর্ধ্বমুখী। অভিনয়ের পাশাপাশি তিনি এখন সফল পরিচালকও বটে। এবার তাঁকে দেখা যাবে তামিলনাড়ু প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতার চরিত্রে।এ এল বিজয়ের তৈরি বায়োপিকের জন্যে কঙ্গনাকে বেছে নেওয়া হয়েছে। তামিল এবং হিন্দি—দুটি ভাষাতেই তৈরি হবে এই ছবি। তামিলে এই ছবির নাম Thalaivi এবং হিন্দিতে Jaya। এই ছবির চিত্রনাট্য লিখেছেন কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। ইনিই বাহুবলী এবং মণিকর্নিকারও চিত্রনাট্য লিখেছেন। একটি সাক্ষাত্‍কারে কঙ্গনা জানিয়েছেন, ‘এই শতকের অন্যতম শ্রেষ্ঠ সফল নারী জয়ললিতাজি। তিনি সুপারস্টার হওয়ার পাশাপাশি পরবর্তী জীবনে এক অত্যন্ত সফল রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। এই মেগা প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সম্মানিত। ’ তামিল ও হিন্দিতে এই ছবিটি প্রযোজনা করবে ভিবরি অ্যান্ড কার্মা মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট।

from Eisamay https://ift.tt/2U6vzMG

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.