এই সময় ডিজিটাল ডেস্ক: ইরাকে কুরদিশ নতুন বছর সেলিব্রেট করতে গিয়ে মোসুলের নদীতে ফেরি ডুবে মৃত্যু হল প্রায় শতাধিক মানুষের। তাঁদের মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু।ইসলামিক স্টেটসের দখল থেকে শহর মুক্ত হওয়ার পর এই বছরই টাইগ্রিস নদীর তীরে উত্সবে সামিল হয়েছিলেন মানুষজন। ঘটনাস্থলে পরিদর্শনে যান সে দেশের প্রধানমন্ত্রী আদেল আবদেল। তিনি তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। এই নৌকাডুবির ঘটনার দায় কার, তা খুঁজে বের করতে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। কুর্দিশ নতুন বছর নওরোজ উদ্যাপনে বৃহস্পতিবার ফেরিতে চেপে টাইগ্রিস পেরোচ্ছিলেন বহু মানুষ। নদীর ওপারে বসন্তে ইরাকি বাজার শুরুর দিনে সেখানে যাচ্ছিলেন তাঁরা। তখনই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা। এতে প্রাণ গিয়েছে অন্তত ৯৫ জনের। তাঁদের মধ্যে ৬১ জন মহিলা ও ১৯টি শিশু ছিল।
from Eisamay https://ift.tt/2HMqwdR



