রাজ্যজুড়ে কালা দিবস, বিক্ষোভে আইনজীবীরা

এই সময় ডিজিটাল ডেস্ক: কুড়ি দিনেরও বেশি রাজ্যজুড়ে টানা কর্মবিরতি চালিয়ে বিচার ব্যবস্থা প্রায় স্তব্ধ করে রাখার পর 'বৃহত্তর আন্দোলনে'র ডাক দিলেন আইনজীবীরা। আজ, শুক্রবার রাজ্যজুড়ে 'কালা দিবস' পালনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বার কাউন্সিল। সোমবার আবার হাইকোর্টের সামনে রাজ্যের সব আইনজীবীকে জমায়েত হওয়ার নির্দেশ দিয়েছে কাউন্সিল। কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিদ্ধার্থ মুখোপাধ্যায় জানিয়েছেন, আইনজীবীদের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে ওই দিন অবস্থান-বিক্ষোভ করা হবে।এ দিকে তিন সপ্তাহ পরেও হাওড়া আদালতের আইনজীবীদের উপর পুলিশি অত্যাচারের ঘটনায় কোনও সুরাহা না মেলায় ক্ষোভ বাড়ছে আইনজীবী মহলে। রাজ্যের প্রায় সব আদালতে বন্দি নিয়ে আসা পুলিশের গাড়ি ঢুকতেও বাধা দিচ্ছেন আইনজীবীরা। ফলে ধৃতদের এজলাসে হাজির করা যাচ্ছে না। হচ্ছে না জামিনের শুনানি। বিচারকের চেম্বারে গিয়ে নথি জমা দিচ্ছেন পুলিশ এবং সরকারি কৌঁসুলিরা। সেই নথি দেখে সিদ্ধান্ত নিচ্ছে আদালত। কোথাও আবার ধৃতকে দেখতে আদালতের বাইরে আসছেন স্বয়ং বিচারক।চলতি সপ্তাহের শুরুতে বসিরহাটের এসিজেএম পুলিশ ক্যাম্পে গিয়ে পুলিশ ফাইলের মামলা করেছেন বলে অভিযোগ তোলেন আইনজীবীরা। সেই অভিযোগ খতিয়ে দেখতে বসিরহাটে পাঁচ সদস্যের প্রতিনিধিদলও পাঠায় বার কাউন্সিল। বুধবার ব্যাঙ্কশাল আদালতেও ধৃতদের জিজ্ঞাসাবাদ করতে বাইরে পুলিশের গাড়ির কাছে আসেন দুই বিচারক। এই বিষয়টিও খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলে জানান কাউন্সিলের কার্যনির্বাহী চেয়ারম্যান শ্যামল ঘটক। শহরে অলিপুর, ব্যাঙ্কশাল-সহ একাধিক আদালতের গেটে তালা দিয়ে বসে থাকছেন আইনজীবীরা। পুলিশের কোনও গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। আইনজীবী বিশু মুখোপাধ্যায় বলেন, 'এর পর আমরা নথি নিয়েও পুলিশকে আদালতে ঢুকতে দেব না।' এই অবস্থায় মহা সমস্যায় বিচারপ্রার্থীরা। জামিন না হওয়ায় বন্দিদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে সরব হয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।

from Eisamay http://bit.ly/2HnZXv1

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.