হোয়াটসঅ্যাপে তিন তালাক, স্বামীর বিরুদ্ধে মামলা বধূর

এই সময় ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপে স্ত্রীকে তিন তালাক দিতে গিয়ে অভিযুক্ত হলেন পুনের বাসিন্দা এক ব্যক্তি। মহিলার অভিযোগের ভিত্তিতে ধৃতের বিরুদ্ধে মুসলিম নারী (বৈবাহিক অধিকার রক্ষা) আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রায় এক সপ্তাহ আগে মহারাষ্ট্রের থানে এলাকার বাসিন্দা বছর পঁচিশের ওই মহিলা পুলিশের কাছে অভিযোগ করেন যে, ১২ মে হোয়াটসঅ্যাপে স্বামীর সঙ্গে কথা কাটাকাটি চলার সময় আচমকা তাঁকে তিন তালাক দেওয়া হয়। তিনি জানিয়েছেন, ২০১৪ সালের মে মাসে তাঁদের বিয়ে হয়। ওই দম্পতির চার বছরের একটি ছেলেও রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের হাতে তিনি নিগৃহীত হচ্ছেন বলেও জানিয়েছে ওই মহিলা। টাকা চেয়ে তাঁর উপর চাপ বাড়ানো হয় এবং অনাদায়ে তাঁকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ মহিলার। এর পর থেকে এক আত্মীয়ের বাড়িতে বসবাস শুরু করেন তিনি। থানে এলাকার ভোইওয়াড়া থানার সিনিয়র ইনস্পেক্টর কল্যাণ কারপে জানিয়েছেন, 'অভিযোগের ভিত্তিতে মুসলিম নারী (বৈবাহিক অধিকার রক্ষা) আইনের ৪ নম্বর ধারায় এবং ভারতীয় দণ্ডবিধির কেকটি ধারা অনুযায়ী ওই মহিলার স্বামী নাদিম শেখ ও তাঁর বাবা-মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তারপর থেকেই শেখের খোঁজ পাওয়া যাচ্ছে না। তার খোঁজে তল্লাশি চলেছে।'

from Eisamay http://bit.ly/2Hqlm5e

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.