৩০ মে পর্যন্ত পাক আকাশসীমায় ভারতীয় উড়ানে নিষেধাজ্ঞা

এই সময় ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় উড়ানে নিষেধাজ্ঞা বহাল রইল। নিষেধাজ্ঞা বলবতের সময়সীমা বুধবার বাড়িয়ে ৩০ মে করেছে ইসলামাবাদ। পাকিস্তানকে পুলওয়ামাকাণ্ডের জবাব দিতে ২৭ ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনা বালাকোটে বিমানহানা চালায়। পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জইশ হামলায় ৪৯ জওয়ান শহিদ হন। ভারতীয় বায়ুসেনার বালাকোট হামলার পরেই পাকিস্তান সরকার তাদের আকাশসীমায় ভারতীয় উড়ান নিষিদ্ধ করে। ইসলামাবাদ সূত্রে খবর, ভারতের লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পরেই উড়ানে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে পাক সরকার। ২৩ মে লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ।

from Eisamay http://bit.ly/2w2L9vf

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.